চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জনপ্রিয় পর্যটন এলাকায় ঝড়ো বাতাসের কবলে পর্যটকবাহী একাধিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত কমপক্ষে ৭০ জনকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, রোববার স্থানীয় সময় দুপুরের দিকে গুইঝো প্রদেশের কিয়াংশি শহরের একটি নদীতে পর্যটকদের বহনকারী একাধিক নৌকা ডুবে গেছে। এতে নৌকার অন্তত ৮৪ যাত্রী পানিতে পড়ে যান।
এই দুর্ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত ৭০ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নদীতে পড়ে যাওয়া চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সিসিটিভি বলেছে, সর্বশেষ নিখোঁজ এক ব্যক্তিকে সোমবার ভোরের দিকে খুঁজে পেয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা। তবে তাকে বাঁচানো যায়নি।
দেশটির রাষ্ট্রায়ত্ত আরেক বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের উদ্ধারে অভিযান ও চিকিৎসার জন্য ‘‘সর্বাত্মক প্রচেষ্টা’’ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও অন্যান্য জনসমাগমপূর্ণ এলাকায় পর্যটকদের নিরাপত্তা জোরদারে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। চীনের ভাইস-প্রধানমন্ত্রী ঝ্যাং গুওকিং উদ্ধার অভিযান পর্যবেক্ষণের জন্য দুর্ঘটনাস্থলে গেছেন বলে দেশটির সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
সিসিটিভি বলেছে, প্রাথমিক তদন্তে ওই পর্যটন এলাকায় দুর্ঘটনার কবলে পড়া নৌকায় অতিরিক্ত যাত্রী বহনের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
সূত্র: এএফপি।
thebgbd.com/NIT