ঢাকা | বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে পেশাজীবীদের স্বাগত কর্মসূচি

দীর্ঘ চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
  • নিজস্ব প্রতিবেদক | ০৫ মে, ২০২৫
বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে পেশাজীবীদের স্বাগত কর্মসূচি ছবি : সংগৃহীত।

দীর্ঘ চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার (৬ মে) তার আগমন উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ তাকে গণসংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়েছে।


পরিষদের পক্ষ থেকে পাঠানো আহবায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সদস্য সচিব কাদের গনি চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম খালেদা জিয়ার আগমন কর্মসূচিকে সফল করতে পেশাজীবীদের সক্রিয় উপস্থিতি একান্ত কাম্য। 


এতে বলা হয়, বনানী বাজারের উল্টো পাশে, মেইন রোডে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যে উপস্থিত থাকার জন্য সম্মানিত পেশাজীবী নেতৃবৃন্দকে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের গণতন্ত্র ও রাজনীতির অন্যতম শক্তিশালী নেত্রী বেগম জিয়ার সুস্থভাবে দেশে ফেরা জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

 

উল্লেখ্য, পেশাজীবী পরিষদের নেতারা আশা করছেন, নেত্রীকে স্বাগত জানাতে সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে এবং একটি শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ পরিবেশ বজায় থাকবে।


thebgbd.com/NA