সাবেক জামায়াত নেতা ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকার জানাজা সুপ্রিমকোর্টে সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে সুপ্রিমকোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে তার জানাজার হয়।
এতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, চিফ প্রসিকিউটরসহ শত শত আইনজীবীরা অংশ নেন।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন বিশিষ্ট আবদুর রাজ্জাক। সবসময় স্রোতের বিপরীতে মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন তিনি।
এ সময় তার ছোট ছেলে ব্যারিস্টার এহসান সিদ্দিক সবার কাছে বাবার জন্য দোয়া চান।
গতকাল ৮৪ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। দীর্ঘদিন তিনি ক্যানসারে ভুগছিলেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে সম্প্রতি লন্ডন থেকে দেশে ফেরেন। বাদ জোহর বায়তুল মোকাররমে তার তৃতীয় জানাজা হবে। সেখানে রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেবেন।
thebgbd.com/NA