ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু

রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে একজন নারী মারা গেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৫ মে, ২০২৫
রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু ছবি : সংগৃহীত।

রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে একজন নারী মারা গেছেন। আজ সোমবার (৫ মে) বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি জানান, 'ভাই ও বোন অটো রিকশায় করে যাচ্ছিলো। ওড়না পেঁচিয়ে মারা গেছে। খবর শুনেছি। একজন অফিসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।'


যদিও ওই নারীর বয়স ও নাম এখনো জানা যায়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এর আগে গত সপ্তাহে বনশ্রীতে অটোরিকশা দুর্ঘটনায় দুই জন মারা যান। গত কয়েক সপ্তাহে রাজধানীতে অটোরিকশায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।


উল্লেখ্য, গত বছর অটোরিকশার কারণে সারাদেশে মোট ৮৭০টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যাত্রীদের অধিকার নিয়ে আন্দোলনকারী এক সংগঠন।


thebgbd.com/NA