জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
সোমবার (৬ মে) ঢাকাস্থ পাকিস্তানি হাইকমশিন তাদের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেছে।
হাই কমিশন জানায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং একতরফা পদক্ষেপের ফলে উদ্ভূত আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে সিন্ধুর পানি চুক্তির ধারাগুলো স্থগিত করার স্বেচ্ছাচারী সিদ্ধান্ত সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে অবহিত করেন।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
উভয় পক্ষই পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতি পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও আলোচনা করেন।
thebgbd.com/NIT