ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার প্রত্যাবর্তন গণতন্ত্রের পথ মসৃণ করবে: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা দেশের গণতান্ত্রিক আন্দোলনের গতিপথকে আরও সহজ করে দেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ মে, ২০২৫
খালেদা জিয়ার প্রত্যাবর্তন গণতন্ত্রের পথ মসৃণ করবে: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা দেশের গণতান্ত্রিক আন্দোলনের গতিপথকে আরও সহজ করে দেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, “দলের নেতা-কর্মীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি, ম্যাডামের দেশে ফেরাটা গণতন্ত্রের উত্তরণকে ত্বরান্বিত করবে।”


দুই পুত্রবধূসহ কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে আজ সকালে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাকে বহনকারী বিমানটির।


এদিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই রাজধানীর বিমানবন্দর সড়কজুড়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম দেখা গেছে। জাতীয় পতাকা হাতে, স্লোগানে মুখরিত মুখ আর চোখে-মুখে প্রত্যাশার উচ্ছ্বাস নিয়ে তাঁরা অপেক্ষায় ছিলেন প্রিয় নেত্রীকে একনজর দেখার।


বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই ফিরে আসা শুধু একজন রাজনীতিকের ফেরাই নয়, বরং গণতন্ত্রের নবতর আশার প্রতীক।


thebgbd.com/NA