দীর্ঘ সাড়ে ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে অসুস্থ মাকে দেখতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।
মঙ্গলবার (৬ মে) এ তথ্য জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন। তিনি জানান, ডা. জোবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু বার্ধক্যজনিত নানা জটিলতায় হাসপাতালে ভর্তি আছেন। মেয়ের দেশে ফেরার পর আজই তাকে দেখতে হাসপাতালে যাবেন বলে জানা গেছে, যদিও নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি।
সৈয়দা ইকবাল মান্দ বানু একজন সমাজসেবী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন স্বাধীনতা পদক। তার স্বামী ছিলেন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান।
ডা. জোবাইদা রহমান বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে বাবার বাড়িতে অবস্থান করছেন।
এর আগে মঙ্গলবার সকালে কাতারের আমির প্রদত্ত বিশেষ বিমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন জোবাইদা রহমান ও খালেদার ছোট পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান।
উল্লেখযোগ্যভাবে, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জোবাইদা। ওই বছরেই তার নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করে, যাতে ২০২৩ সালের আগষ্টে তার তিন বছরের কারাদণ্ড হয়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে আদালত তার সাজা স্থগিত করে।
thebgbd.com/NA