ঢাকা | বঙ্গাব্দ

‘অতি সহসাই দেশে ফিরবেন তারেক রহমান’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আল্লাহর রহমতেই দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া।”
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ মে, ২০২৫
‘অতি সহসাই দেশে ফিরবেন তারেক রহমান’ ছবি : সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আল্লাহর রহমতেই দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া।” দীর্ঘ যাত্রার কারণে কিছুটা শারীরিক অবসন্নতা থাকলেও মানসিকভাবে তিনি পুরোপুরি দৃঢ় রয়েছেন বলে জানান তিনি।


মঙ্গলবার (৬ মে) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহিদ। তিনি বলেন, “খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানাই। যিনি দেশ ছাড়তে বাধ্য করেছেন, সেই স্বৈরাচার চিকিৎসার সুযোগ না দিলেও, আন্তর্জাতিক মহলে খালেদা জিয়ার সম্মান ও মর্যাদার কারণেই কাতার সরকার মানবিক সহায়তা দিয়েছে।”


তিনি জানান, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা নেয়ায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা ভালো। “মানসিকভাবে তিনি স্ট্যাবল, দলের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন,” যোগ করেন ডা. জাহিদ।


তারেক রহমান প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, “ডা. জোবাইদা রহমান আজ এসেছেন। তাদের এতদিন দেশে ফিরতে দেওয়া হয়নি। এখন পরিস্থিতি বদলেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পরিবেশ তৈরি হলে অতি সহসাই তারেক রহমান দেশে ফিরবেন এবং নেতৃত্ব দেবেন চূড়ান্ত সংগ্রামে।”


তিনি জোর দিয়ে বলেন, “বিএনপির নেতৃত্বে কোনো গ্যাপ নেই। বারবার বিএনপিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা হলেও তা সফল হয়নি—এটাই প্রমাণিত।”


thebgbd.com/NA