বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণার বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি আজ (৬ মে) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। কারণ, একই দিনে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি দীর্ঘ সময় ধরে চলায় নিবন্ধন সংক্রান্ত মামলাটি আদালতে ওঠার সুযোগ পায়নি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দিনের কার্যতালিকায় জামায়াতের নিবন্ধন মামলা থাকলেও সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আজহারের মামলার শুনানিতে সময় কেটে যায়। এতে করে সংশ্লিষ্ট সিভিল পিটিশনের (রায় পুনর্বিবেচনার আবেদন) শুনানি পেছাতে হয়।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত ছিল।
আইনজীবীরা জানিয়েছেন, পরবর্তী কার্যতালিকায় মামলাটি আবার উঠলে শুনানি হবে।
উল্লেখ্য, ২০১৩ সালে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বিরুদ্ধে করা রিটে আদালত ওই রায় দেন। এরপর জামায়াত আপিল করলেও গত এক দশক ধরে মামলা ঝুলে রয়েছে।
thebgbd.com/NA