ঢাকা | বঙ্গাব্দ

গম্ভীরের পর এবার মোহাম্মদ শামিকে হত্যার হুমকি

ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামিও হত্যার হুমকিতে মেইল পেয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ মে, ২০২৫
গম্ভীরের পর এবার মোহাম্মদ শামিকে হত্যার হুমকি সংগৃহীত

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের যুদ্ধ বেধে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ২২ এপ্রিল সেই হামলার দিনই হত্যার হুমকিতে দুটি মেইল পান ভারতীয় কোচ গৌতম গম্ভীর। ইতোমধ্যে সেই ঘটনায় ২১ বছর বয়সী গুজরাটের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনার রেশ না কাটতেই ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামিও হত্যার হুমকিতে মেইল পেয়েছেন।


কেবল তাই নয়, ডানহাতি এই পেসারের কাছ থেকে ১ কোটি রুপিও চাওয়া হয়েছে ওই মেইলে। এই ঘটনায় উত্তর প্রদেশের আমরোহা জেলা পুলিশের কাছে অভিযোগ (এফআইআর) দায়ের করেছেন শামির ভাই হাসিব আহমেদ। বর্তমানে আইপিএলে ব্যস্ত সময় পার করছেন শামি। এরই মাঝে তার ই-মেইল একাউন্ট খুলে হত্যার হুমকি দেখতে পান ভাই হাসিব। ইতোমধ্যে এ ঘটনায় আমরোহা পুলিশ তদন্তে নেমেছে।


হাসিব আহমেদ এফআইআরে লিখেছেন, শামি আইপিএলে ব্যস্ত থাকায় গুরুত্বপূর্ণ কোনো বার্তা এলো কি না সেটা দেখতে গত রোববার শামির মেইল ওপেন করেন হাসিব। তখনই হত্যার হুমকির মেইলটি তার চোখে পড়ে। ওই মেইলে প্রভাকার নামের আরেকজনের কথাও উল্লেখ করা হয়েছে। আর হুমকি এসেছে রাজপুত সিন্দর নামের একটি আইডি থেকে। পরে সেই মেইলের একটি প্রিন্ট কপি পুলিশকে জমা দেন হাসিব।


আমরোহা পুলিশের এসপি অমিত কুমার আনন্দ জানিয়েছেন, মামলাটি সাইবার সেল ও ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাসঙ্গিক সব ধারা অভিযুক্তের মামলায় যুক্ত করা হয়েছে এবং শনাক্তের চেষ্টা চলছে তাদের।


প্রসঙ্গত, প্রায় এক বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন শামি। সেখানে ভালো পারফর্ম করলেও, চলতি আইপিএলটা তার জন্য সুখকর হচ্ছে না। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করা সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯ ম্যাচে কেবল ৬ উইকেট নিয়েছেন শামি। ওভারপ্রতি রান দিয়েছেন ১১.২৩ গড়ে।


এর আগে ভারতীয় কোচ গম্ভীরকেও ‘আমি তোমাকে হত্যা করব’ লিখে মেইল পাঠানো হয়েছিল। সেই ঘটনায় ইতোমধ্যে গুজরাটের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র জিগনেশিশ পারমারকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তবে তার মানসিক সমস্যা আছে দাবি করে ডেপুটি ‍কমিশনার এম হর্শবর্ধন বলেছেন, ‘পারমার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তার পরিবারের মতে তার কিছু মানসিক সমস্যা রয়েছে। আমরা এ নিয়ে তদন্ত করছি।’


thebgbd.com/NIT