ঢাকা | বঙ্গাব্দ

৭ গোলের নাটকীয় লড়াইয়ে বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে ইন্টার

সান সিরোতে অতিরিক্ত সময়ে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইনজাঘির দল।
  • নিজস্ব প্রতিবেদক | ০৭ মে, ২০২৫
৭ গোলের নাটকীয় লড়াইয়ে বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে ইন্টার বার্সেলোনাকে কাঁদিয়ে আরও একবার ফাইনালে ইন্টার।

ইন্টার মিলান ও বার্সেলোনার সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটা ইতিহাসের সেরা সেমিফাইনাল বললেও ভুল হবে না। রোমাঞ্চে ঠাসা এক ম্যাচে বার্সেলোনাকে কাঁদিয়ে শেষ তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে উঠলো ইন্টার মিলান।


চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার (৬ মে) সান সিরোতে অতিরিক্ত সময়ে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইনজাঘির দল। প্রথম লেগ ৩-৩ গোলের সমতায় শেষ হয়েছিলো।


প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও ইন্টার প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয়। এরপর বার্সা কামব্যাক করে এগিয়ে যায় ৩-২ গোলে। কিন্তু ওই কামব্যাকের গল্প ছিনিয়ে নির্ধারিত সময়ে ৩-৩ গোলের পর অতিরিক্ত ৩০ মিনিটে গড়ানো ম্যাচে ৪-৩ গোলে জিতেছে স্বাগতিক ইন্টার মিলান।


দ্বিতীয় লেগের এই ম্যাচে ২১ মিনিটে প্রথম লিড নেয় ইন্টার মিলান। দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ৪৫ মিনিটে মার্টিনেজ পেনাল্টি জেতেন। তা থেকে গোল করেন হাঁকান চালালোগনু। সেই সময় দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থাকায় সকলে ধরেই নিয়েছিল ইন্টার এক পা দিয়ে ফেলেছে ফাইনালে।


কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক কামব্যাক করে বার্সা। ৫৪ মিনিটে এরিক গার্সিয়া গোল করে কাতালানদের ম্যাচে ফেরান। ছয় মিনিট পরে দানি ওলমো গোল করলে ৫-৫ গোলের সমতা করে ফেলেন ম্যাচ। ৮৭ মিনিটে রাফিনিয়া গোল করলে তখন মনে হচ্ছিল ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার।  


কিন্তু ঘরের মাঠে খেলা ইন্টার বার্সার ওই উদযাপন ছিনিয়ে নেয়। ৯৩ মিনিটে ফ্রান্সেস্কো এসেরবি গোল করে ম্যাচ দুই লেগ মিলিয়ে ৬-৬ করে ফেলেন।


নির্ধারিত সময়ে ৬-৬ সমতায় শেষ হওয়ায় এক্সট্রা টাইমে গড়ায় ম্যাচ। সেখানে ইন্টারের ফ্রাত্তেসি গোল করে ম্যাচে ৪-৩ গোলের লিড এনে নেন। বাকি সময়ে আর গোল করতে পারেনি কোনো দল। ফলে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করে ইতালির ক্লাবটি। 


thebgbd.com/NIT