বিদেশি বিনিয়োগ দেশের কর্মসংস্থান ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর ও বে টার্মিনাল প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি জানান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। তিনি বলেন, নেদারল্যান্ডসের বিখ্যাত এপিএম টার্মিনাল লালদিয়া চরে কাজ করবে এবং একাই ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যেখানে সাধারণত দেশে বছরে ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ আসে।
এছাড়া বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক, ডিপি ওয়ার্ল্ড ও সিঙ্গাপুরের পিএসএ। সরকার বাংলাদেশকে একটি গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত করতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং বন্দর চেয়ারম্যানসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
thebgbd.com/NIT