আওয়ামী লীগের বিচার নিয়ে প্রশ্ন তুলে এবং খুনিদের পালাতে সহায়তার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার কেবল সময়ক্ষেপণ করছে।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, খুনিকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হচ্ছে, পুলিশ আসামি ধরলেও আদালত জামিন দিচ্ছে, এমনকি সাবেক স্পিকার শিরীন শারমিনকে রাষ্ট্রীয় সহায়তায় বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও মে মাসেও শুরু হয়নি, অথচ সরকার দাবি করছে আওয়ামী লীগের বিচার করবে। গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে উত্থান ঘটে হাসনাতের; এরপর ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় এনসিপি, যেখানে তিনি শীর্ষ পদে আসেন।
thebgbd.com/NIT