ঢাকা | বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে বিমানবন্দরে আটকানো হয়েছিল

মাসউদের দাবি, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দপ্তর থেকে ফোন পাওয়ার পরই তাকে ছেড়ে দেওয়া হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ মে, ২০২৫
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে বিমানবন্দরে আটকানো হয়েছিল আব্দুল হামিদ।

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বুধবার দিবাগত রাতে থাইল্যান্ডে যাওয়ার আগে বিমানবন্দরে কিছু সময়ের জন্য আটকানো হয়েছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ।


মাসউদের দাবি, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দপ্তর থেকে ফোন পাওয়ার পরই তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর (রাষ্ট্রপতির) অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো।”


তিনি আরও বলেন, “স্যরি, হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, না হয় নিজেরা সরে যান।”


এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে আবদুল হামিদ বিমানবন্দরে পৌঁছান এবং রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ইমিগ্রেশনে প্রক্রিয়া শেষে তিনি সবুজ সংকেত পেয়েই দেশ ছাড়েন বলে দাবি করা হয়েছে।


thebgbd.com/NIT