ঢাকা | বঙ্গাব্দ

জুলাই ফাউন্ডেশনের পদ ছাড়লেন স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ মে, ২০২৫
জুলাই ফাউন্ডেশনের পদ ছাড়লেন স্নিগ্ধ ছবি : সংগৃহীত।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এখন থেকে তিনি ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। রাতে এক বিবৃতিতে ফাউন্ডেশন এ তথ্য নিশ্চিত করে।


২০২৩ সালের ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত এই ফাউন্ডেশনটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমুখী বেসরকারি সংস্থা হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন লাভ করে।


রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত ফাউন্ডেশনের প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই সভাতেই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে সাধারণ সম্পাদক এবং শহীদ মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব দেয়া হয়।


২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে গঠিত এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো—শহীদ পরিবারের আর্থিক ও মানবিক সহায়তা নিশ্চিত করা, সদস্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করা।


thebgbd.com/NA