ঢাকা | বঙ্গাব্দ

বেসরকারি অফিসে ঈদুল আজহার ছুটি যতদিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি আরও দুই দিন বাড়িয়েছে সরকার।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ মে, ২০২৫
বেসরকারি অফিসে ঈদুল আজহার ছুটি যতদিন ছবি : সংগৃহীত।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি আরও দুই দিন বাড়িয়েছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা নতুন প্রজ্ঞাপনে ১১ ও ১২ জুনকে অতিরিক্ত ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে ঈদের ছুটি শুরু হবে ৫ জুন থেকে, চলবে টানা ১৪ জুন পর্যন্ত—মোট ১০ দিন।


নতুন এই ছুটির আওতায় শুধু সরকারি অফিস নয়, বেসরকারি প্রতিষ্ঠানও ছুটির অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। তবে, ছুটির বাইরে রাখা হয়েছে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা কার্যক্রম।


সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীরা এই ছুটির বাইরে থাকবেন। একইভাবে হাসপাতাল ও চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারীদের ওপরও ছুটি প্রযোজ্য হবে না।


এছাড়া, বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম নিয়ে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


উল্লেখ্য, এর আগে ঈদুল ফিতরেও ৯ দিনের টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। এবার ঈদুল আজহার ছুটিও প্রায় একই পরিসরে বাড়ানো হলো, যা দেশের কর্মজীবী জনগণের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।


বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই জানিয়েছেন, ছুটি বাড়ানোয় স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন ও গ্রামের বাড়ি যাতায়াতে সুবিধা হবে। তবে পরিবহন ও সড়ক ব্যবস্থাপনায় বাড়তি চাপ সামলাতে সরকারকে আগেভাগে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।



thebgbd.com/NA