ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার আইপিএল ম্যাচে উত্তেজনা তুঙ্গে ছিল। কিন্তু ম্যাচের ১০.১ ওভারে আচমকা স্টেডিয়ামের আলো নিভে যায়। সেই মুহূর্তেই জানা যায়, জম্মু-কাশ্মীরসহ ভারতের একাধিক রাজ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। দ্রুতই নিরাপত্তার কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আইপিএল কর্তৃপক্ষ।
প্রথমে আলো নিভে যাওয়ার কারণ হিসেবে বিদ্যুৎ বিভ্রাটের কথা বলা হলেও পরে নিরাপত্তা হুমকির বিষয়টি সামনে আসে। বিসিসিআই জানিয়েছে, পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করা হচ্ছে এবং খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তাই ছিল সর্বোচ্চ অগ্রাধিকার।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, জম্মুর পাশাপাশি রাজস্থান ও পাঞ্জাবের কিছু অংশেও হামলা চালানো হয়েছে। সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে। চন্ডিগড় ও অমৃতসরের মতো শহরে বাজানো হচ্ছে সতর্কতামূলক সাইরেন। রাজস্থানের পোখরানে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নিষ্ক্রিয় করা হয়। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে, আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
এই পরিস্থিতিতে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় ১১ মে’র মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ধর্মশালার বদলে ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। উল্লেখ্য, ধর্মশালা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরে।
সবকিছুর সূত্রপাত হয় কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর থেকে। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত দুই দিন আগে পাকিস্তানের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে প্রাণ হারান অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক। এরপর বৃহস্পতিবার (৮ মে) রাওয়ালপিন্ডিতে ভারতীয় ড্রোন হামলার ঘটনায় পিএসএল ম্যাচ স্থগিত করতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিনই পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচটি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
thebgbd.com/NA