নির্বাচন দিতে টালবাহানা করলে, জনগণ আবারো রাজপথে নেমে আসবে বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ফারুক।
শুক্রবার (৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের মানুষের ভোটাধীকার ফিরিয়ে আনতে দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করছে বিএনপি। এরজন্য শিকার হতে হয়েছে জেল জুলুমের। কিন্তু এখনো একটি পক্ষ নির্বাচনের কথা বললেই সমালোচনা শুরু করে। যা অত্যন্ত দুঃখজনক। এভাবে চলতে থাকলে ড. ইউনূসও গ্রহণযোগ্যতা হারাবে।
তিনি আরও বলেন, সংস্কার নামে টালবাহানা না করে নির্বাচনকালীন সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা।
thebgbd.com/NIT