মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা বৈশ্বিক নিরাপত্তা ‘আরও অস্থিতিশীল’ করবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন।
মস্কো থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
ক্রেমলিন প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঘোষিত যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন (আয়রন) ডোম’ কর্মসূচি আরও অস্থিতিশীলতা তৈরি করবে। এই পরিকল্পনা স্পষ্টতই মহাকাশে যুদ্ধ পরিচালনার জন্য অস্ত্রাগার শক্তিশালীকরণে উল্লেখযোগ্য অবদান রাখবে।
সূত্র: এএফপি
সূত্র: এসজেড