ঢাকা | বঙ্গাব্দ

ভারতের পরিবর্তে পাকিস্তান পেল আমিরাতের ভেন্যু

যুদ্ধ পরিস্থিতির কারণে আইপিএলের বাকি ম্যাচগুলো আরব আমিরাতে আয়োজনের চেষ্টা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মে, ২০২৫
ভারতের পরিবর্তে পাকিস্তান পেল আমিরাতের ভেন্যু ফাইল ছবি

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে দুই দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আর নিরাপত্তা শঙ্কায় এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।


পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে আইপিএলের বাকি ম্যাচগুলো আরব আমিরাতে আয়োজনের চেষ্টা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) আগেই পিএসএলের জন্য দুবাইয়ের ভেন্যু বুকিং ও প্রতিশ্রুতি দেওয়ায় বিসিসিআইয়ের অনুরোধ প্রত্যাখ্যান করে তারা।


প্রতিবেদনে আরও জানানো হয়, আরব আমিরাতের ভেন্যু নিয়ে আলোচনা পাকিস্তান আগেই সেরে রাখায় এবং টুর্নামেন্টের বাকি থাকা ৮টি ম্যাচ দ্রুত শেষ করা সম্ভব হওয়ায় পিএসএলকেই অগ্রাধিকার দিয়েছে ইসিবি। বিপরীতে আইপিএলে এখনো বাকি ১৫টি ম্যাচ।


আইপিএলের জন্য বিকল্প সময় হিসেবে বিসিসিআই সেপ্টেম্বরে আয়োজনের চিন্তা করেছিল। কিন্তু ওই সময় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, যার আয়োজক দেশ ভারত। ফলে দুই বড় টুর্নামেন্ট একসঙ্গে আয়োজন করা ভারতের জন্য কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।


এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দেশের রাজনৈতিক উত্তেজনা কেবল সীমান্তেই নয়, প্রভাব ফেলছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও।


thebgbd.com/NIT