বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমাজে বিভাজন নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। ধর্মকে বিভেদ নয়, বরং মানুষের মাঝে সহনশীলতা ও ভালোবাসার শিক্ষা দিতেই ব্যবহার করতে হবে। তিনি বলেন, কোনো শক্তি যেন আমাদের বিভক্ত করতে না পারে, সেদিকে সকলকে সচেতন থাকতে হবে।
শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে আয়োজিত ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি ধর্ম মানুষের কল্যাণ ও ভ্রাতৃত্ববোধ শেখায়। বিভাজন নয়, সব ধর্মই একতা ও শান্তির কথা বলে। স্বাধীনতা যুদ্ধে আমরা যেভাবে সবাই মিলে লড়েছি, সেই ঐক্যের চেতনাই আমাদের ধরে রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি গণতান্ত্রিক সমাজ চাই, যেখানে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করতে পারবে। বিভাজনের রাজনীতি নয়, ঐক্য আর গণতন্ত্রের ভিত্তিতে দেশ পরিচালিত হওয়া উচিত।’
মির্জা ফখরুলের মতে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম চলছে, তার একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার নিশ্চিত করা। তিনি সকলকে বিভেদ ভুলে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
thebgbd.com/NIT