ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার জেরে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশে আসন্ন ভারত সফর ও সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিসিসিআই ইতিমধ্যে এই দুটি সিরিজ ও টুর্নামেন্ট নিয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড চাইছে আগস্ট-সেপ্টেম্বরের সেই সময়টিতে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আয়োজন করতে।
ইতোমধ্যে পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় আজ শুক্রবার আইপিএলের ১৮তম আসর এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে বিসিসিআই। তবে ক্রিকেটমহলে ধারণা, এই স্থগিতাদেশ দীর্ঘায়িত হবে। গতকাল ধর্মশালায় পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ চলাকালে হঠাৎ ফ্লাডলাইট নিভে যাওয়ার পর খেলা বন্ধ ঘোষণা করা হয়। ম্যাচ চলার সময়ই পাকিস্তান ভারতের পশ্চিমাঞ্চলে হামলা চালায় বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকে উদ্বেগ।
এই পরিস্থিতিতে পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড়রা ভোরেই ধর্মশালা ছেড়ে যান। বিসিসিআই মনে করছে, এমন নিরাপত্তা পরিস্থিতিতে খেলোয়াড় ও স্টাফদের মানসিকভাবে সুস্থ রাখা প্রথম অগ্রাধিকার। ফলে জুনের টেস্ট সিরিজের আগে বাংলাদেশ সফর কিংবা এশিয়া কাপ আয়োজন এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে।
সূত্রমতে, আইপিএলের বাকি ১৬টি ম্যাচ শেষ হওয়ার পরও বিসিসিআই চাইছে না বাংলাদেশ সফর বা এশিয়া কাপ নিয়ে আর কোনো আলোচনা হোক। কারণ, ভারতের বর্তমান অবস্থান—“আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়, সবার আগে খেলোয়াড়দের নিরাপত্তা।”
thebgbd.com/NIT