ঢাকা | বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মে, ২০২৫
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন তারেক রহমান তারেক রহমান।

সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার পলাতক স্বৈরাচারের দোসরদের দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে কি না—এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে ঢাকার ফার্মগেটে আয়োজিত ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই অভিযোগ করেন।

তারেক রহমান বলেন, সরকার সুকৌশলে নানা ইস্যু তৈরি করে বিরোধী রাজনৈতিক দলের ঐক্যে ফাটল ধরাতে চাইছে এবং পলাতকদের পুনর্বাসনের ক্ষেত্রও তৈরি করতে পারে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ও গুম হওয়া নেতা সুমনের পরিবারের হয়রানি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, ‘সুমনের সন্ধানে পুলিশ তার বোনের বাসায় অভিযান চালালেও পলাতক রাষ্ট্রপতির দেশত্যাগে সরকার কিছুই জানে না—এটা কীভাবে সম্ভব?’ তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে যথাযথভাবে সক্ষম কি না, তা নিয়ে সমাজে সংশয় তৈরি হয়েছে।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আধুনিক রাষ্ট্রে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই। বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রতিটি ধর্মই ঐক্য ও ভালোবাসার শিক্ষা দেয়, ধর্ম দিয়ে বিভাজন নয়।’


thebgbd.com/NIT