ঢাকা | বঙ্গাব্দ

ভারতে বন্ধ বাংলাদেশের চার ইউটিউব চ্যানেল

  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মে, ২০২৫
ভারতে বন্ধ বাংলাদেশের চার ইউটিউব চ্যানেল ফাইল ছবি

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশের চারটি টেলিভিশন চ্যানেল—যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারতে বন্ধ করে দিয়েছে ইউটিউব। শুক্রবার এ পদক্ষেপ নেওয়া হয় ভারত সরকারের অনুরোধে।

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব জানিয়েছে, ভারতের ভূ-অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে দেখা যাচ্ছে: “এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।”

কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ড এবং ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে। ইউটিউব জানিয়েছে, তারা ভারতের ‘ইন্টারমিডিয়ারি গাইডলাইনস ও ডিজিটাল মিডিয়া এথিকস কোড’ অনুসরণ করে কাজ করছে, যার আওতায় সরকার কনটেন্ট ব্লক করতে পারে।

ডিসমিসল্যাব আরও জানায়, একইভাবে ভারতের ভিতরে দ্য ওয়ার ওয়েবসাইট ও বহু পাকিস্তানি চ্যানেল ও ইনস্টাগ্রাম আইডিও বন্ধ করে দেওয়া হয়েছে।


thebgbd.com/NIT