আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া বিএনপির দায়িত্ব নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, এটি নির্বাচন কমিশন কিংবা সরকারের সিদ্ধান্ত হতে পারে।
আজ শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মঈন খান বলেন, জনগণই ঠিক করবে কে থাকবে, কে থাকবে না। পাশাপাশি প্রশ্ন তোলেন, “আওয়ামী লীগ কি আসলেই গণতন্ত্র চায়?”
বৈঠকে বিএনপির পক্ষ থেকে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শামা ওবায়েদ এবং এ বি এম আবদুস সাত্তার। কার্টার সেন্টারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জোনাথন স্টোনস্ট্রিট।
thebgbd.com/NIT