ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আউটার এলাকায় লাইনচ্যুত হওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ মে) সকাল সোয়া আটটার দিকে রিলিফ ট্রেনের মেরামতকারী দলের সদস্যরা দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধার করে। এতে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার শাকির জাহান।
সহকারি স্টেশন মাস্টার জানান, ভোর ৫:৫৮ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আউটার এলাকায় লাইনচ্যুত হয়। তবে গত শুক্রবার রাতে দুর্ঘটনা কবলিত কন্টেইনার ট্রেনটি উদ্ধারের জন্য আনা রিলিফ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করায় তাৎক্ষণিক উদ্ধারের কাজ শুরু করা হয়েছিল।
thebgbd.com/NIT