ভারতের সাম্প্রতিক হামলার জবাবে শনিবার ভোর থেকে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’। ইসলামাবাদ জানায়, উত্তর ভারতের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, যেখানে ব্রহ্ম সুপারসনিক ক্ষেপণাস্ত্র মজুত ছিল বলে দাবি, সেটি ধ্বংস করা হয়েছে। এছাড়া পাঠানকোট ও উধমপুরের বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।
এর আগে ভারত বুধবার পাকিস্তানের অভ্যন্তরে 'জঙ্গি ঘাঁটি' লক্ষ্য করে হামলা চালায়, যার প্রতিক্রিয়ায় পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছিল। ইসলামাবাদের অভিযোগ, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়, তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ঠেকানো হয়েছে বলে দাবি করা হয়।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো বিস্তারিত প্রতিক্রিয়া না দিলেও সামরিক ব্রিফিংয়ের ঘোষণা দিয়েছে। দুই দেশের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় সীমান্ত অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাশ্মীর, লাহোর, পেশোয়ার ও ভারতের বিভিন্ন রাজ্যে বিস্ফোরণের শব্দ ও ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে। দুই পক্ষের তথ্য অনুযায়ী অন্তত ৪৮ জন নিহত হয়েছে, যদিও তা নিরপেক্ষভাবে যাচাই হয়নি।
উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে আন্তর্জাতিক মহল পারমাণবিক শক্তিধর ভারত-পাকিস্তানকে সংযমের আহ্বান জানিয়েছে।
thebgbd.com/NIT