ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের হামলায় কাশ্মীরে ডেপুটি ডিস্ট্রিক কমিশনার নিহত, দাবি ভারতের

পাকিস্তানের হামলায় কাশ্মীরের রাজৌরি জেলার ডেপুটি ডিস্ট্রিক কমিশনার রাজকুমার থাপা নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।
  • অনলাইন ডেস্ক | ১০ মে, ২০২৫
পাকিস্তানের হামলায় কাশ্মীরে ডেপুটি ডিস্ট্রিক কমিশনার নিহত, দাবি ভারতের ছবি : সংগৃহীত।

পাকিস্তানের হামলায় কাশ্মীরের রাজৌরি জেলার ডেপুটি ডিস্ট্রিক কমিশনার রাজকুমার থাপা নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। দেশটিয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার (১০ মে) ভোরে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় পাকিস্তানি হামলায় একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নিহত এবং তার দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। 


এ ঘটনার পর শোক প্রকাশ করেছেন জুম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, মর্মান্তিক মৃত্যুর কয়েক ঘন্টা আগে ওই কর্মকর্তা তার সাথে একটি অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন।


এক্সে করা এক পোস্টে তিনি লিখেছেন, "রাজৌরি থেকে ভয়াবহ খবর। আমরা জম্মু ও কাশ্মীর প্রশাসনিক পরিসেবার একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারিয়েছি। গতকালই তিনি জেলাজুড়ে উপ-মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন এবং আমার সভাপতিত্বে অনলাইন সভায় যোগ দিয়েছিলেন। আজ রাজৌরি শহরকে লক্ষ্য করে পাক বাহিনীর গোলাবর্ষণে ওই কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়, যেখানে আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজ কুমার থাপ্পা নিহত হন। এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় আমার শোক ও দুঃখ প্রকাশ করার কোনও ভাষা আমার কাছে নেই। তার আত্মা শান্তিতে থাকুক।"


এদিকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরের কাছে শনিবার ভোরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনার পর বিমানবন্দরের কাছে বসবাসকারী একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি বিমানবন্দরের কাছে একটি জেট বিমান উড়ে যাওয়ার মতো শব্দ শুনেছিলেন। তারপরেই ওই বিস্ফোরণ ঘটে।


ওই প্রত্যক্ষদর্শী প্রথম ঘটনার সময় উল্লেখ করেননি। তবে জেটটি চলে যাওয়ার ১৩ সেকেন্ড পরে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন। বিমানবন্দরের কাছে থাকা আরেক প্রত্যক্ষদর্শী বলেছেন, স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে "একটি জেটের শব্দ শোনা গেছে, পরে একটি বিস্ফোরণ ঘটে"। এরপর তারা ধোঁয়া দেখতে পান।


বিবিসির এক সংবাদদাতা জানিয়েছেন, শ্রীনগরে স্থানীয় সময় ভোর ৫ টা ৪৫ মিনিটে দুটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙেছে। এর প্রায় ২০ মিনিট পরে, আরও তিনটি বিস্ফোরণ ঘটে। প্রথম দুটি বিস্ফোরণে শ্রীনগরের যে হোটেলে তিনি অবস্থান করছেন সেই হোটেল কেঁপে ওঠে বলে জানান আই সংবাদদাতা। বিস্ফোরণের পর শহর সম্পূর্ণ অন্ধকারে হয়ে যায়। তবে এসব শব্দের কারণ এখনও স্পষ্ট নয়।


এর আগে শুক্রবার (৯ মে) রাতে পাকিস্তানের বিমানবাহিনীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত। দেশটির রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, সরকোটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে  হামলার ঘটনা ঘটেছে। তার কিছুক্ষণ পরেই পাল্টা হামলা চালিয়েছে শেহবাজ শরিফের দেশ।


পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করে দেশটি। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময় নূর খান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়।


পরে অপারেশন 'বুনিয়ান উন মারসুস' পরিচালনার করে পাকিস্তান। এর মাধ্যমে শুক্রবার মধ্যরাতে ভারত এবং ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে। এতে ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত। 


মূলত রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে 'ব্রহ্মস' সুপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করে ভারত। ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল) দূরে আঘাত হানতে পারে। এগুলো সাবমেরিন, জাহাজ এবং যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক যান থেকে উৎক্ষেপণ করা সম্ভব।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা পাকিস্তানি সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, শুক্রবার একাধিক হামলা চালানো হয়েছে। ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ভারতের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। তবে শ্রীনগরের হামলার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য মেলেনি।


সূত্র : এনডিটিভি


thebgbd.com/NA