ঢাকা | বঙ্গাব্দ

ভারত ব্যর্থ হলে আইপিএল আয়োজনে আগ্রহী ইংল্যান্ড

  • নিজস্ব প্রতিবেদক | ১০ মে, ২০২৫
ভারত ব্যর্থ হলে আইপিএল আয়োজনে আগ্রহী ইংল্যান্ড ফাইল ছবি

ভারত যদি আইপিএল আয়োজনে শেষ পর্যন্ত ব্যর্থ হয়; তবে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আয়োজন করতে আগ্রহী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান জানিয়েছে, সহায়তার প্রস্তাব নিয়ে বিসিসিআই সচিবের সঙ্গে কথা বলেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড।


ভারত–পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার (৯ মে) আইপিএলের ১৮তম আসর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। তবে দেশি–বিদেশি সব ক্রিকেটারকে বাড়িতে পাঠিয়ে দেওয়ায় শিগগিরই টুর্নামেন্টটি শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ইসিবি বলেছে, ইংল্যান্ডের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে এ বছরের সেপ্টেম্বর।


এপ্রিলে পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত গত মঙ্গলবার থেকে দেশটিতে কয়েক দফায় হামলা চালিয়েছে। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাল্টাপাল্টি হামলার মধ্যে শুক্রবার পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএল দুটিই স্থগিত হয়ে গেছে।


৬ দলের পিএসএলে ম্যাচ বাকি ৮টি, ১০ দলের আইপিএলে বাকি ১৬টি। এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের পর বিসিসিআই দলগুলোকে বাড়ি চলে যেতে বলেছে। এরই মধ্যে ভারত ছাড়তে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে এক সপ্তাহ পরই আইপিএল চালু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর পাকিস্তানের সঙ্গে যে উত্তেজনার জেরে টুর্নামেন্ট স্থগিত হয়েছে, সেটাও কবে থামবে, এখনই তা বোঝা যাচ্ছে না।


গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসিবির প্রধান নির্বাহী বিসিসিআইয়ের কাছে সহায়তার প্রস্তাব দিয়েছেন। ভারত যদি এক সপ্তাহ পর আইপিএল চালু না করতে পারে, বছরের শেষ দিকে তা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড। ইসিবির এক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সময় হতে পারে সেপ্টেম্বর। অবশ্য এই মুহূর্তে যুক্তরাজ্যে আইপিএল আয়োজন নিয়ে কোনো ‘সক্রিয় আলোচনা’ নেই বলেও জানিয়েছে সূত্রটি।


thebgbd.com/NIT