ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানে ভূমিকম্প!

২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান।
  • অনলাইন ডেস্ক | ১০ মে, ২০২৫
পাকিস্তানে ভূমিকম্প! ছবি : সংগৃহীত

২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। শুক্রবার গভীর রাতে, স্থানীয় সময় আনুমানিক ১টা ৪৫ মিনিটে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

শনিবার সকালে পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র (NCS) এক বিবৃতিতে জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। কম্পনের উৎপত্তিস্থল ছিল হিন্দু কুশ অঞ্চলে। এই ভূমিকম্পের প্রভাব আফগানিস্তানেও অনুভূত হয়, যেখানে এর তীব্রতা ছিল ৪.৯।

উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত হিন্দু কুশ পর্বতমালা ঘন ঘন কম্পনের অভিজ্ঞতা পায়। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলে ভারত ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষজনিত কারণে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প ঘটে।

স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সূত্র- আনন্দবাজার পত্রিকা

thebgbd.com/NA