ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ‘সরাসরি আলোচনার’ আহ্বান জানিয়েছেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন বছর যাবৎ যুদ্ধ চলছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইউরোপীয় নেতাদের সঙ্গে দেখা করতে কিয়েভে যাওয়ার সময়, ফরাসি সংবাদমাধ্যম টিএফ১ ও এলসিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ৩০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। যদি এমনটি হয়, তবে আমরা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার চেষ্টা করব। এ ব্যাপারে আমরা সাহায্য করতে প্রস্তুত।’
সূত্রধ: এএফপি
এসজেড