ঢাকা | বঙ্গাব্দ

তীব্র গরমে হাঁসফাঁস করছে ঢাকা

সাধারণত তাপমাত্রা ৩৮-৩৯.৯ ডিগ্রি হলে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। ৪০-৪২ ডিগ্রি হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ মে, ২০২৫
তীব্র গরমে হাঁসফাঁস করছে ঢাকা ফাইল ছবি

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে রাজধানী ঢাকা। আর সারাদেশের মধ্যে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়।


শনিবার (১০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা ঢাকা পোস্টকে এ তথ্য জানান। 


তিনি বলেন, আজ ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের মধ্যে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪২ ডিগ্রি সেলসিয়াস। এই তথ্য সন্ধ্যা ৬টার দিকে আপডেট হতে পারে।


শুক্রবার (৯ মে) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।


সাধারণত তাপমাত্রা ৩৮-৩৯.৯ ডিগ্রি হলে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। ৪০-৪২ ডিগ্রি হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।


এদিকে, রাত ১টার মধ্যে দেশের তিন অঞ্চলে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতেও বলেছে সংস্থাটি।


thebgbd.com/NIT