ঢাকা | বঙ্গাব্দ

তারা আমাদের ভালো মানের মিডিয়া বন্ধ করেছে: প্রেসসচিব

যশোরের কেশবপুরে এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রেসসচিব মো. শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমগুলোর সম্প্রচার ভারত বন্ধ করায় তাদের "মাথা খারাপ হয়ে গেছে"।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ মে, ২০২৫
তারা আমাদের ভালো মানের মিডিয়া বন্ধ করেছে: প্রেসসচিব ছবি : সংগৃহীত।

যশোরের কেশবপুরে এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রেসসচিব মো. শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমগুলোর সম্প্রচার ভারত বন্ধ করায় তাদের "মাথা খারাপ হয়ে গেছে"। তিনি বলেন, "আমরা তা করতে চাই না, কিন্তু তারা আমাদের ভালো মানের মিডিয়া বন্ধ করেছে, অথচ তাদের চ্যানেলগুলো শুধু নাটক তৈরি আর জোরে কথা বলাতেই ব্যস্ত।"


শনিবার (১০ মে) বিকেলে পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।


তিনি আরও জানান, ভারতের গণমাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতার অভাব রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের বন্ধ হওয়া মিডিয়াগুলো সঠিক তথ্য ও ভালো সাংবাদিকতায় ভূমিকা রাখে।


সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে নিয়ে সরকারের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং দেশত্যাগে জড়িতদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসসের বিশেষ প্রতিনিধি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এস এম রাশিদুল ইসলাম।


Thebgbd.com/NA