জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, “নিয়মতান্ত্রিক রাজনীতি করলে বা করতে চাইলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই।” শনিবার (১০ মে) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল, আমরা তখনও প্রতিবাদ করেছি। তবে যদি গণহত্যার দায়ে নিষিদ্ধ করা হয়, তাহলে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য দায়ীদের দলগুলোর কী হবে—এই প্রশ্নও গুরুত্বপূর্ণ।
জি এম কাদের আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাপার সক্রিয় ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকা আজ অস্বীকার করা হচ্ছে। বরং উল্টো ছাত্র হত্যার মামলায় জাপা নেতাদের আসামি করা হয়েছে।
নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দলের অবস্থান তুলে ধরে জি এম কাদের বলেন, “আমরা নির্বাচনে গিয়ে আওয়ামী লীগকে বৈধতা দিইনি। বরং চাপের মুখে ২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছিলাম।”
সভায় জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ ইসলাম প্রিন্স সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব মো. আরিফ আলী পরিচালনা করেন। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা।
Thebgbd.com/NA