ঢাকা | বঙ্গাব্দ

রাতেই জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ মে, ২০২৫
রাতেই জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ ছবি : সংগৃহীত।

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়েছে। শনিবার রাত ৮টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আইসিটি আইনে আওয়ামী লীগসহ মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট সংগঠন ও রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্তের প্রস্তাব নিয়ে এই বৈঠকে আলোচনা হচ্ছে। শনিবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


এর আগে শুক্রবার সরকার জানায়, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত দল ও সংগঠনের বিচারের পথ সুগম করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে সংশোধনী আনার পরিকল্পনা রয়েছে।


Thebgbd.com/NA