মৌসুমের শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লা লিগার ভাগ্য নির্ধারণে এই ম্যাচ জেতার বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া বার্সা টানা চতুর্থ ক্লাসিকো জয়ের দ্বারপ্রান্তে। রোববার (১১ মে) খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৮ টায়।
একই মৌসুমে ৪ এল ক্লাসিকো। বার্সেলোনা সমর্থকদের জন্য অভিজ্ঞতাটা দুর্দান্ত। আর রিয়াল মাদ্রিদ? এই ক্ল্যাসিকোই হতে পারে এবারের মৌসুমে তাদের কফিনের শেষ পেরেক।
রিয়ালের ডাগ আউটে শেষ মৌসুমটা শূন্য হাতে ছাড়তে না চাইলে জয়ের বিকল্প নেই কার্লো আনচেলত্তির সামনে। যদিও রিয়ালের সফলতম কোচ আত্মবিশ্বাসী।
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেন, 'দল বেশ ভালো করছে। যা করা দরকার তাতে মনোযোগ আছে এবং সবাই খুব উচ্ছ্বসিত। এই ম্যাচে আমাদের অনেককিছু নির্ভর করবে, যা অর্জনে আমরা আত্মবিশ্বাসী। বার্সেলোনার বিপক্ষে ম্যাচ বরাবরই কঠিন, তবে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।'
মৌসুমের চতুর্থ এল ক্লাসিকো। আগের তিনটাতেই হেরেছে রিয়াল। যেখানে একটা লিগ বাদে দুটোই ছিলো ফাইনাল। স্প্যানিশ সুপার কাপ কিংবা কোপা দেল রে, কোথাও পাত্তা পায়নি আনচেলত্তির দল।
কোচ হিসেবে প্রথম ৪ ক্লাসিকোতেই জয়ের হাতছানি ফ্লিকের সামনে। বার্সার হয়ে তার থেকে ভালো শুরু কেবল পেপ গার্দিওলার। এই স্প্যানিয়ার্ড জিতেছিলেন টানা ৫ ক্লাসিকো। অন্যদিকে কার্লো আনচেলত্তি কোচিং ক্যারিয়ারে ১২ বার হেরেছেন বার্সেলোনার কাছে। কাতালানদের বিপক্ষে এত বেশি হারের রেকর্ড নেই অন্য কারো।
এই ক্ল্যাসিকোতেও বার্সেলোনা ফিরে আসবে ৪৩ বছরের আগের রেকর্ড। ১৯৮২-৮৩ মৌসুমের পর প্রথমবারের মতো এক ক্যালেন্ডারে চার ক্লাসিকো হেরেছিলো রিয়াল মাদ্রিদ। সে লজ্জা এড়ানোর পরীক্ষাটাও দিতে হবে লস ব্লাঙ্কোসদের।
৪ পয়েন্টে এগিয়ে থাকা কাতালানদের জন্য ড্র হলেই যথেষ্ট। তবে পয়েন্ট ভাগাভাগি নয়, রাইভালদের হারানো ছাড়া কিছুই ভাবছেন না হ্যান্সি ফ্লিক।
বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক বলেন, 'আমরা বরাবরই মাঠে নামি ম্যাচ জিততে, এখানে পয়েন্ট টেবিল খুব একটা গুরুত্বপূর্ণ না। ম্যাচে গুরুত্ব দিচ্ছি। তিন পয়েন্ট পেতে সর্বোচ্চটা দিতে হবে। ক্লাসিকো আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমর্থকদের জন্যেও গুরুত্বপূর্ণ।'
ক্লাসিকোর পরে তিনটি করে ম্যাচ বাকি দুই দলের। বার্সার তুলনায় রিয়ালের বাকি ম্যাচগুলো অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে।
thebgbd.com/NIT