ঢাকা | বঙ্গাব্দ

গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধ

নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ মে, ২০২৫
গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধ ছবি : সংগৃহীত।

নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চাঁচকৈড় শিক্ষা সংঘ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মো. আবু সাঈদ ও কর্মী আফতাব হোসেন। তারা স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন।


স্থানীয় সূত্র জানায়, বিএনপির উপজেলা ও পৌর কমিটির কার্যক্রম সক্রিয় করার লক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য দিচ্ছিলেন জেলা বিএনপির ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। বক্তব্যের এক পর্যায়ে জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামালের ঘনিষ্ঠ নাজমুল করিম নজু প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এর পরেই ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে।


পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু দাবি করেন, দুলাল সরকারের নেতৃত্বে অতর্কিত হামলা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে দুলাল সরকার বলেন, “আমরা হামলা করিনি, বরং আমাদের ওপরই হামলা হয়েছে। গুলিবর্ষণের কথাও সত্য নয়।”


এ বিষয়ে আবু হেনা মোস্তফা কামাল জানান, পূর্ব নির্ধারিত স্থানে না হয়ে সভার স্থান পরিবর্তন করা হয়, আর শেষ মুহূর্তে তাদের সমর্থকদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়।


ঘটনার সময় সভা পরিচালনাকারী আব্দুল আজিজ জানান, “আমি সভার মধ্যে ছিলাম, বাইরে কী হয়েছে জানি না।”


গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই রাউন্ড শর্টগানের খোসা উদ্ধার করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত।”


thebgbd.com/NA