ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান

আন্দোলনকারীরা বলেন, শুধু দলীয় কার্যক্রম নিষিদ্ধ করলেই চলবে না, আইনি পদক্ষেপ নিয়ে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ ঘোষণা করার দাবি জানান তারা।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ মে, ২০২৫
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান ফাইল ছবি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের পর এবার দলটিকে চিরতরে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। আজ রবিবার সকাল থেকেই তারা শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন।


আন্দোলনকারীরা বলেন, শুধু দলীয় কার্যক্রম নিষিদ্ধ করলেই চলবে না, আইনি পদক্ষেপ নিয়ে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ ঘোষণা করার দাবি জানান তারা।


তারা বলেন, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত ঘোষণা আসা উচিত। এ বিষয়ে সরকারি প্রতিশ্রুতি ছাড়া তারা আন্দোলন থামাবেন না বলেও হুঁশিয়ারি দেন।


এর আগে শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। আগামীকাল সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে জুলাই ঘোষণাপত্র ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।


শাহবাগে আন্দোলনকারীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবেই রাজপথ ছাড়বেন না।


thebgbd.com/NIT