আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে গেজেট প্রকাশের পরই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করবে। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত হবে। কারণ আমাদের দেশের বর্তমান স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি কাল গেজেট হয়, তাহলে কালই আমরা বসে সিদ্ধান্ত নেব।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে দেশের পরিস্থিতি আমাদের কাছে এখন পরিষ্কার।”
এর আগে, গত ৭ মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে পাড়ি জমানোর পর নতুনভাবে রাজনৈতিক মঞ্চে সক্রিয় হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের সঙ্গে বিভিন্ন সংগঠন ও দল একজোট হয়ে মাঠে নামে।
গত দুদিন ধরে ছাত্র ও সাধারণ মানুষ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধসহ তিনটি দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। আগামীকাল সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেই এখন সবার নজর।
thebgbd.com/NIT