ঢাকা | বঙ্গাব্দ

সরকারের কর্মকাণ্ডে হাসিনার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ মে, ২০২৫
সরকারের কর্মকাণ্ডে হাসিনার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে: রিজভী ছবি : সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরোনো কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। রোববার (১০ মে) বুদ্ধপূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, “মানুষ একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু সরকার নিরবতা পালন করছে। এতে জনগণের মধ্যে সন্দেহ আরও বাড়ছে।” একইসঙ্গে তিনি সীমান্ত দিয়ে ভারতের লোকজন নির্বিঘ্নে প্রবেশের অভিযোগ তুলে সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন।


আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “তারা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকার পথ বেছে নিয়েছিলেন। শেখ হাসিনা লোক দেখানো ধর্মাচরণ করতেন, আর গণতন্ত্রের কথা বলতেন।”


খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “দেশবাসী এখন পরিষ্কারভাবে বুঝতে পেরেছে শেখ হাসিনা আর খালেদা জিয়ার পার্থক্য কী। খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক।”


তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ও বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। একইসঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘একতরফা’ বলেও উল্লেখ করেন রিজভী, যা কখনোই টেকসই হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।


এই বক্তব্য এমন সময়ে এলো, যখন দেশে রাজনৈতিক অস্থিরতা এবং অন্তর্বর্তী সরকারের বেশ কিছু সিদ্ধান্ত ঘিরে বিতর্ক চলছে।


thebgbd.com/NA