ভারত ও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে ট্রুথসোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বন্ধুপ্রতীম দেশ দুটির সঙ্গে বাণিজ্য আরও বাড়াতে যাচ্ছি।’
কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শনিবার ট্রাম্পের ডাকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান। এরপরই দেশ দুটির সঙ্গে বাণিজ্য বাড়ানোর সুখবর দেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর থেকেই তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছে পরমাণু শক্তিধর প্রতিবেশি দুই দেশ।
সূত্র: রয়টার্স
এসজেড