ঢাকা | বঙ্গাব্দ

তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্প

  • অনলাইন ডেস্ক | ১২ মে, ২০২৫
তিব্বতে ৫.৭ মাত্রার ভূমিকম্প ফাইল ছবি

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো তিব্বতের শিগাতসে শহর। ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প ১০ কিমি গভীরতায় আঘাত হানে। শহরটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র শহর হিসেবে পরিচিত।


ভারতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) এবং চীনা ভূমিকম্প প্রশাসনের (সিইএ) বরাত দিয়ে সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, ভূমিকম্পটি সোমবার (১২ মে) স্থানীয় সময় ভোর ৫টা ১১মিনিটে শিগাতসে শহরের কাছে আঘাত হানে।


প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি ২৯.০২° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৪৮° পূর্ব দ্রাঘিমাংশে, ১০ কিমি গভীরতায় আঘাত হানে।


জানা যায়, প্রশাসন থেকে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। অত্যন্ত অগভীর এই ভূমিকম্প হওয়ায় পরবর্তীতে আফটারশক বা মৃদু কম্পনের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।


উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে, তিব্বতের টিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিলো। টিংরি শহরটি শিগাতসে থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত।


thebgbd.com/NIT