লা লিগার শিরোপা জয়ের পথে এগিয়েই ছিল বার্সেলোনা। মৌসুমের শেষ এল ক্লাসিকোতে নামার সময় তাদের সামনে সমীকরণ ছিল রিয়াল মাদ্রিদকে হারালেই তারা আরও ৭ পয়েন্টে এগিয়ে যাবে। তাই ঘটেছে ম্যাচে। এখন বাকি ৩ ম্যাচ থেকে কেবল এক জয় পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। যদিও ম্যাচটিতে রিয়ালের কাছে দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে ছিল কাতালানরা। ৪-৩ স্কোরলাইনের এই ম্যাচে বেশ কিছু রেকর্ড হয়েছে।
১
প্রথমার্ধের শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়েও কামব্যাকের দারুণ গল্প লিখেছে বার্সেলোনা। সেই গোল শোধ করে বিরতির আগেই উল্টো তারা দ্বিগুণ লিড নেয়। এল ক্লাসিকোর ইতিহাসে যা যৌথভাবে সবচেয়ে বড় কামব্যাকের রেকর্ড (এর আগে ১৯৫০ ও ১৯৫৯ সালে একই কীর্তি দেখা গেছে)।
১০৩ বছর পর এল ক্লাসিকোতে এই প্রথম শুরুর ৩৫ মিনিটের মধ্যে ৫ গোল হলো। এর আগে এল ক্লাসিকোতে সর্বশেষ এমন কিছুর দেখা মিলেছিল ১৯২২ সালের ২১ মার্চ। এরপর অবশ্য বিরতির আগে রাফিনিয়ার কল্যাণে হয়ে যায় ম্যাচের ষষ্ঠ গোলটিও। শেষ পর্যন্ত হয়েছে ৭ গোল।
১২৩ বছরের মধ্যে এই প্রথম এল ক্লাসিকোয় কোনো দল প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে থেকে বিরতিতে যায়। এরপর ম্যাচ হারে রিয়াল।
৬ এবং ৩
চলতি মৌসুমে লা লিগায় এ নিয়ে ষষ্ঠবার কামব্যাক করে জিতল বার্সেলোনা। এই মৌসুমে সবমিলিয়ে সর্বোচ্চ কামব্যাকের রেকর্ড অ্যাতলেটিকো মাদ্রিদের, ৯টি। এ ছাড়া একাধিক গোল হজমের পর বার্সা এবার ম্যাচ জিতেছে ৩ বার।
৩৪
বার্সার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া চলতি মৌসুমের ক্লাব প্রতিযোগিতায় মোট ৩৪ গোল করলেন। এটি তার ক্যারিয়ারে এক মৌসুমের সর্বোচ্চ। স্প্যানিশ দলগুলোর মধ্যে তার সামনে আছেন কেবল দুজন– রবার্ট লেভান্ডফস্কি (৪০) ও কিলিয়ান এমবাপে (৩৯)। অ্যাসিস্টের হিসাবে অবশ্য তাদেরও ছাড়িয়ে গেছেন রাফিনিয়া।
৩
এল ক্লাসিকোয় ২০০৯ সালের (জাভি হার্নান্দেজ–৪টি) পর প্রথম কোনো খেলোয়াড় হিসেবে তিনের অধিক গোলের অ্যাসিস্ট করলেন ফেররান তোরেস।
৪/৪
পেপ গার্দিওলার পর কেবল দ্বিতীয় ম্যানেজার হিসেবে নিজের প্রথম চারটি এল ক্লাসিকোর সবকটিতেই জয়ের রেকর্ড গড়লেন হ্যান্সি ফ্লিক। ২০০৮-১০ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫টি এল ক্লাসিকো জেতেন বার্সার সাবেক কোচ গার্দিওলা। সেই রেকর্ড ছোঁয়া কিংবা ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে ফ্লিকের সামনেও।
১২
বয়স ১৮ হওয়ার আগেই লা লিগায় ১২তম গোল করেছেন লামিনে ইয়ামাল। এদিক থেকে তিনি পাবলো পোম্বো ও আনসু ফাতির সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে দিলেন।
১৬
রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই মৌসুমে চার ম্যাচে ১৬ গোল করেছে বার্সেলোনা। যা এক মৌসুমে রিয়ালের বিপক্ষে কোনো নির্দিষ্ট ক্লাবের সর্বোচ্চ গোলের রেকর্ড।
১৩
লা লিগার এই মৌসুমে ১৩টি ম্যাচে ৪+ গোল করেছে বার্সা। যা এবার ইউরোপীয় শীর্ষ ৫ প্রতিযোগিতায় অন্য কোনো ক্লাব করতে পারেনি।
৩ এবং ৩০
কিলিয়ান এমবাপে এ নিয়ে মৌসুমের তৃতীয় হ্যাটট্রিক করলেন গতকাল। একইসঙ্গে রিয়াল মাদ্রিদের একমাত্র খেলোয়াড় হিসেবে (১৯৯৫ সালের পর) লা লিগায় বার্সেলোনার বিপক্ষে তিনি এই কীর্তি গড়লেন। ৩০ বছর আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হ্যাটট্রিক করেন ইভান জামোরানো।
৩৯
রিয়ালের হয়ে নিজের অভিষেক মৌসুমেই সর্বোচ্চ ৩৯ গোল করেছেন এমবাপে। এর আগে ৩৭ গোল নিয়ে রেকর্ডটি দখলে ছিল ইভান জামোরানোর। ফরাসি অধিনায়ক লা লিগায় ২৭ গোল করেন চলতি মৌসুমে, এদিক থেকেও এমবাপে ছাড়িয়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদোকে (২৬)।
১৮
এল ক্লাসিকোর সর্বশেষ ১৮ ম্যাচেই ফল এসেছে। কোনো ম্যাচ ড্র হয়নি। যা ক্লাসিকোর ইতিহাসে টানা সর্বোচ্চ ম্যাচ ড্র–হীন নিষ্পত্তি হওয়ার রেকর্ড।
thebgbd.com/NIT