আইপিএলে দারুণ সময় পার করছিলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। ইনজুরি থেকে ফিরে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে সময়টা ভালোই যাচ্ছিল তার। তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও ছিল ছন্দে। পাকিস্তান ও ভারতের মধ্যেকার সামরিক সংঘাতের আগে পর্যন্ত সবই ছিল পক্ষে। তবে কাশ্মীর অঞ্চলকে কেন্দ্র করে বিবাদে জড়িয়েছে দুই প্রতিবেশি দেশ। আর তাতে থেমেছে ক্রিকেটও।
বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে দেশ ছেড়ে গিয়েছিলেন হ্যাজেলউডসহ সব ক্রিকেটারই। তবে সবার মাঝ থেকে অজি এই পেসারকেই পড়তে হয়েছে অন্যরকম এক বিড়ম্বনার মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে জশ হ্যাজেলউডের টুইটার অ্যাকাউন্ট হিসেবে পরিচিত এক হ্যান্ডেল উসকে দিয়েছে বিতর্ক।
হফ হ্যাজেলউড ইউজার নেইমের সেই অ্যাকাউন্ট থেকে ভারতীয় সেনা এবং ভারতের পক্ষ নিয়ে প্রকাশ করা হয় লম্বা এক পোস্ট। আর সেটাই নজর কেড়ে নিয়েছিল সাধারণ ভারতীয়দের। সেই পোস্টে ভারতীয় সেনাদের উদ্দেশ্য করে লেখা হয়, ‘একজন অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে আমি বিশ্বাস করি —যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া মানে মাথা উঁচু করে দাঁড়ানো। যেমনটি করেন আমাদের সাহসী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা, পাকিস্তানভিত্তিক জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের বেলায় করছেন।
ভারতের সৈনিকদের উদ্দেশে আমি মন থেকে বলতে চাই—আপনারা সত্যিই কিংবদন্তি। আপনাদের সাহস, ত্যাগ এবং দেশের সুরক্ষায় অটুট অঙ্গীকার আমাকে–সহ কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে।’
হ্যাজেলউডের নামের এই অ্যাকাউন্ট থেকে এমন বার্তার ফলে সিন্ধু নদের দুই পাড়েই হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। ভারতীয় নেটিজেনরা যেমন আকুন্ঠ সমর্থন দিয়েছেন, তেমনি পাকিস্তানি নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে তাকে। অ্যাকাউন্টটি ছিল এক্স-কর্তৃপক্ষ কর্তৃক ভ্যারিফাইড থাকায় খুব বেশি অবিশ্বাসের কারণও ছিল না।
কিন্তু এমন পোস্টের পরপরেই জানা যায়, জশ হ্যাজেলউডের নামে খোলা এই অ্যাকাউন্ট পুরোপুরি ভুয়া। অজি এই পেসারের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্টই নেই। হ্যাজেলউডের ম্যানেজার নেইল ম্যাক্সওয়েল ‘নিউজ কর্প’কে জানান, হ্যাজেলউডের আদতেই কোনো টুইটার অ্যাকাউন্টই নেই। শুধু টুইটার না, কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেই সক্রিয় নন জশ হ্যাজেলউড।
এদিকে এমন এক কাণ্ডের পর সেই পোস্ট সরিয়ে ফেলা হয়েছে। একপর্যায়ে এক্স কর্তৃপক্ষ সেই অ্যাকাউন্ট পুরোপুরি সরিয়ে দেয়। তবে ততক্ষণে ভারতীয়দের প্রশংসা কিংবা পাকিস্তানিদের নিন্দা দুইই সইতে হয়েছে ইন্টারনেট থেকে বহু দূরে থাকা হ্যাজেলউডকে।
thebgbd.com/NIT