আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন বিক্রি হবে ৩১ মে তারিখের টিকিট। অগ্রিম টিকিট বিক্রি চলবে ২৭ মে পর্যন্ত।
সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা সভায় রেল উপদেষ্টা ফাওজুল কবীর খান জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনলাইনে টিকিট বিক্রি করা হবে। ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। একজন যাত্রী সর্বোচ্চ একবার অগ্রিম যাত্রার এবং একবার ফিরতি যাত্রার জন্য মোট ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন।
রেল মন্ত্রণালয় সূত্র বলছে, ঈদের ভ্রমণ যেন আরামদায়ক ও সুষ্ঠু হয়, সে লক্ষ্যে টিকিট ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এসময় উপদেষ্টা বলেন, উপদেষ্টা বলেন, রেলে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে ৪০টি নতুন কোচ সংযুক্ত করা হবে। গত ঈদের মতো এবারেও ঈদ যাত্রা সহজ করা হবে। কোনো প্রকার চাঁদাবাজি হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। সড়কপথে যাত্রা নির্বিঘ্ন করতে সভায় ২৭টি এজেন্ডা নিয়ে আলোচনা চলছে।
সভায় রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, সংশ্লিষ্টরা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা উপস্থিত রয়েছেন।
thebgbd.com/NIT