ফেসবুক ও ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার করা হবে—এই মর্মে একটি বিতর্কিত পোস্ট শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ পোস্টটি শেয়ার করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।
পোস্টে শেয়ার করা একটি ফটোকার্ডে লেখা রয়েছে, ‘ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার।’ এতে আরও বলা হয়েছে, ‘নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে। বর্তমানে শুধু মিছিল-সমাবেশ নয়, ফেসবুক-ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেপ্তার করা যাবে। বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে।’
আসিফ মাহমুদ তার ক্যাপশনে লেখেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।’
পোস্টটি প্রকাশের পরপরই তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন মতপ্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে রাজনৈতিক মতামত জানানোর অধিকার নিয়ে।
thebgbd.com/NA