ঢাকা | বঙ্গাব্দ

ভারতের প্রকাশিত ভিডিওতে পাকিস্তানি মিরাজ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

ভারতীয় সশস্ত্র বাহিনী সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশ করেছে, যাতে পাকিস্তানি মিরাজ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ মে, ২০২৫
ভারতের প্রকাশিত ভিডিওতে পাকিস্তানি মিরাজ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ছবি : সংগৃহীত

ভারতীয় সশস্ত্র বাহিনী সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশ করেছে, যাতে পাকিস্তানি মিরাজ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। ভারতের দাবি, তাদের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তান বিমানবাহিনীর এই আধুনিক যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করেছে। খবর ইন্ডিয়া টিভির।

‘Destroy the Enemy in the Sky’ শিরোনামে ১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করে ভারতীয় সেনাবাহিনী। ভিডিওর এক মিনিটের মাথায় একটি বিমানের ধ্বংসাবশেষ দেখা যায়, যার নিচে লেখা ছিল—‘The Pakistani Mirage… Shattered’।

এর আগে এক যৌথ ব্রিফিংয়ে ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনী 'অপারেশন সিঁদুর' সম্পর্কে বিস্তারিত জানায়। এসময় এয়ার মার্শাল এ.কে. ভারতী জানান, পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান ভারতীয় আক্রমণে গুঁড়িয়ে গেছে। যদিও ধ্বংসাবশেষ হাতে নেই, তবে তারা নিশ্চিতভাবে কয়েকটি পাকিস্তানি বিমান ভূপাতিত করতে পেরেছেন বলে দাবি করেন তিনি।

পাকিস্তান বিমানবাহিনীর অন্যতম আক্রমণাত্মক অস্ত্র মিরাজ যুদ্ধবিমান ধ্বংস হওয়াকে ভারত প্রতীকী বিজয় হিসেবে দেখছে। বিশেষজ্ঞদের মতে, এই ভিডিও কেবল জনসচেতনতার উদ্দেশ্যে নয়, বরং পাকিস্তান এবং আন্তর্জাতিক মহলের কাছে ভারতের সামরিক সক্ষমতার বার্তা দিতেই পরিকল্পিতভাবে প্রকাশ করা হয়েছে।

তবে পাকিস্তান এখনো পর্যন্ত মিরাজ যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতি বা ভারতের দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সংঘাতের পূর্ণ চিত্র এখনও পরিষ্কার নয়। ভারত ভবিষ্যতে ড্রোন ফুটেজ বা স্যাটেলাইট চিত্র প্রকাশ করবে কি না, তা সময়ই বলে দেবে।



thebgbd.com/NA