প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কোনো সম্পত্তি বা গাড়ি নেই বলে জানিয়েছেন তার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, “গ্রামীণ” নামে কিছু প্রতিষ্ঠানে ড. ইউনূসের কোনো ব্যক্তিগত মালিকানা, শেয়ার বা সুবিধাভোগী হিসেবে সম্পৃক্ততা নেই। শুধু ‘গ্রামীণ’ নামটি তার দেওয়া হলেও এগুলো তার নিজস্ব প্রতিষ্ঠান নয়।
তিনি বলেন, “গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি ২০০৯ সালেই লাইসেন্সের জন্য আবেদন করেছিল, কিন্তু তখন অনুমোদন মেলেনি। ২০২৪ সালের পরে যদি তারা অনুমোদন পায়, তাতে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ হয়নি।”
গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি জানান, এটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১২-১৪ সালে, পূর্বাচলে জমিও কেনা হয়েছিল। কিন্তু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বারবার আবেদন না করতে বলেছিল। এখন দীর্ঘ অডিট ও যাচাইয়ের পর বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেওয়া হয়েছে।
ড. ইউনূস বিশ্বমানের একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে চেয়েছেন বলেও উল্লেখ করেন প্রেস সচিব। তিনি বলেন, “বিশ্বের খ্যাতিমান অধ্যাপকদের এনে এখানে একটি মডেল বিশ্ববিদ্যালয় গড়াই ছিল তার উদ্দেশ্য।”
thebgbd.com/NIT