পিলখানা বিডিআর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিপাহি মো. রেজাউল করিম (৪৯)কে চট্টগ্রামের লোহাগাড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রবিবার (১২ মে) রাতে লোহাগাড়া থানার ফোর সিজন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি চট্টগ্রাম জেলার পটিয়া থানার পূর্ব ডেংগাপাড়া গ্রামের মো. আবুল বাসারের ছেলে। র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা এবং ১৭ বেসামরিক নিহত হন। বিদ্রোহীরা সরকারি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন এবং মূল্যবান জিনিসপত্র লুট করে।
ঢাকার নিউ মার্কেট থানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ঘটনায় ৮৫০ জনের বিরুদ্ধে মামলা হয়, যার মধ্যে সিপাহি রেজাউল করিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দীর্ঘ পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
thebgbd.com/NIT