টিকটক কনটেন্ট ক্রিয়েটর লায়লা আখতার তার সোশ্যাল মিডিয়া ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, প্রিন্স মামুন মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। তিনি দাবি করেছেন, "আমি তাকে মাদক থেকে দূরে রাখতে, মদ না খাওয়ার জন্য এবং মেয়েদের সঙ্গে নষ্টামি না করার জন্য বলেছি, কিন্তু এসব কারণেই আমাকে খারাপ বানানো হয়েছে।"
এছাড়া, লায়লা জানান, ২০২৩ সালে তাকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছিল এই তিনটি কারণের জন্য। তিনি আরও অভিযোগ করেন, প্রিন্স মামুন তার পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করেছেন, কিন্তু তিনি কোনো অভিযোগ করেননি। মামুনের কাছে থেকে অনেক টাকা নিয়েছেন বলেও দাবি করেছেন তিনি।
এছাড়া, লায়লা মামুনের শিক্ষাগত যোগ্যতা নিয়েও কথা বলেন। তিনি বলেন, "মামুন ক্লাস ৫ পাস। ৪ বছর ধরে তার পরিবারকে পাশে পেয়েছেন। নিজের বাড়ি, গাড়ি কিনে তারা নিজেদের আখের গোছানোর পর চলে গেছেন।"
লাভাবাবার ব্যাপারে তিনি জানান, “আমি তাকে অন্ধের মতো ভালোবাসতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম।"
এখন সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ-পাল্টা অভিযোগ নিয়ে আলোচনা তুঙ্গে।
thebgbd.com/NIT